অনার্সের রেজাল্টের আগেই বিসিএস ক্যাডার হলেন ঢাবি ছাত্রী

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ৬৬৮ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৬৬৮ জনকে মনোনীত করা হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদ শূন্য রয়ে গেছে।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

মনোনীত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তারও। অনার্স পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হলেও নিয়ম অনুযায়ী ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে তিনি পরীক্ষায় অংশ নিয়ে এই অর্জন করেন। জানা গেছে, তিনি ঢাবির ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকায়।

উচ্চশিক্ষার শেষ বর্ষে গবেষণা, সেমিনার, প্রেজেন্টেশন, ফিল্ড ওয়ার্কসহ একটি কমপ্রেহেনসিভ থিওরি পরীক্ষা সম্পন্ন করার পর বিশ্ববিদ্যালয় তাদের ‘অ্যাপিয়ার্ড’ সার্টিফিকেট দেয়। সে সুযোগে তিনি বিসিএসে আবেদন করেন এবং শেষ পর্যন্ত সুপারিশপ্রাপ্ত হন।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

সাফল্যের অনুভূতি জানিয়ে খাদিজা আক্তার বলেন, এটা আমার জীবনের স্বপ্ন ছিল। মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি। এই অর্জনে আল্লাহর রহমত এবং মায়ের দোয়া সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ফল প্রকাশের পর এখন প্রার্থীরা স্বাস্থ্য বিবেচনা এবং পুলিশ ভেরিফিকেশনসহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানা গেছে।