চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণের আহ্বান ঢাবি উপাচার্যের
চিকিৎসা পেশাকে নিছক পেশা নয়, মানবসেবার মহান ব্রত হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “মেডিকেল শিক্ষা ও মেডিকেল সেবা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি মানবজীবনের অস্তিত্বেরও বাহক। তাই এর মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রিন্সিপালরা অংশ নেন।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশের মেডিকেল শিক্ষাকে আধুনিকায়ন করতে হলে কারিকুলাম উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি উচ্চপর্যায়ের চিকিৎসা শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি





