ঢাবিতে বহাল থাকছে শীতকালীন ছুটি, ২৮ ডিসেম্বর ক্লাস চালুর সিদ্ধান্ত

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় শীতকালীন ছুটি, আবাসিক হল খোলা ও সশরীরে ক্লাস শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভায় ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন আবাসিক হলের চলমান কারিগরি মূল্যায়ন, বুয়েট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: ঢাবিতে মাদকবিরোধী অভিযানে প্রোক্টরিয়াল টিমের সদস্য ছুরিকাঘাতে আহত

পর্যালোচনার ভিত্তিতে পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সশরীরে ক্লাস পুনরায় শুরু করার ঘোষণা দেওয়া হয়।

ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি প্রয়োজনে শিক্ষণ ঘাটতি দূর করতে চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে।

আরও পড়ুন: ঢাবিতে চারদিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫ শুরু

এ ছাড়া জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহ থেকে পুনরায় পরীক্ষা গ্রহণ শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো নতুন সময়সূচি নির্ধারণ করবে।

সভায় জানানো হয়, ভূমিকম্পের কারণে বিভিন্ন আবাসিক হলে ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংস্কার কার্যক্রম এখনও চলমান। প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পূর্ণ না হওয়ায় কিছু হলে হল খোলার পরও কার্যক্রম অব্যাহত থাকতে পারে। এ বিষয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।