মেলায় বই বিক্রি বেড়েছে, ভাঙেনি ২০২০ সালের রেকর্ড

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৪ | আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এবারের একুশে বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছর মেলায় বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বই।

কিন্তু ২০২০ সালে বিক্রি হয়েছিল ৮২ কোটি টাকার বই।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে একুশে বই মেলা শুরু

বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি মুহম্মদ নুরুল হুদা বলেছেন, এবারের অমর একুশে বইমেলায় তিন হাজার ৭৫১টি বই প্রকাশিত হয়েছে। বিক্রি হয়েছে প্রায় ৬০ কোটি টাকার মতো বিক্রি হয়েছে। এ ছাড়া প্রায় ৬০ লাখ মানুষ মেলাতে প্রবেশ করেছে। গতকাল শনিবার (২ মার্চ) বইমেলার সমাপনী অনুষ্ঠানে অমর একুশে বইমেলা ২০২৪-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলামের পক্ষে একাডেমির প্রশাসন উপবিভাগের উপপরিচালক ড. সাহেদ মন্তাজ এ তথ্য জানান।

করোনা অতিমারির পর ২০২১ সালে বইয়ের বিক্রি কমে মাত্র তিন কোটি ১১ লাখ টাকায় নেমে আসে। ২০২২ সালে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়। ২০২৩ সালের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়।

আরও পড়ুন: বইমেলার সময় ২ দিন বাড়ল

সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।