আসন্ন জাতীয় নির্বাচন: ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে ইসি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০০ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখতে প্রয়োজনীয় বরাদ্দের চাহিদা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছে গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে। পাশাপাশি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের বরাদ্দ চাহিদাও পাঠাতে হবে।

আরও পড়ুন: এআইসহ অজানা চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন সিইসি

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই এসব কেনাকাটা শেষ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা ও ছড়ার মতো লেখনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় লেখা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসি সচিব।

আরও পড়ুন: নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ২৮ আগস্ট