সুখবর দিলেন তাহসান-ফারিণ!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৪ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিনোদন জগতের অনবদ্য শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণ। ফারিণ নতুন হলেও কম জনপ্রিয়তা অর্জন করেননি। এদিকে তাহসান গান এবং অভিনয় জগতে উজ্জ্বল সব দৃষ্টান্ত তৈরি করেছেন। দুজনের জুটি সবার ভীষণ প্রিয়। কিন্তু তাদেরকে নিয়ে গুঞ্জনও ছিল প্রেমের। সম্প্রতি একটি লাইভ তাদের সম্পর্ককে ধোঁয়াশায় ফেলে দেয়।

নতুন করে তাদের নিয়ে আলোচনা শুরু হয় তাহসানের ফেসবুক পেজের একটি লাইভকে কেন্দ্র করে। গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়।

আরও পড়ুন: বোল্ড লুকে ঝড় তুললেন জয়া আহসান

কয়েক ঘণ্টার মধ্যে সেটি মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। অন্যদিকে, তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোড এর একঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‌“এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।”

পরে অবশ্য তারা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে জানায় নতুন কিছু আসছে। তখন অনেকেই ধারণা করেছিলেন তাহসানের গাওয়া গানে মডেল হচ্ছেন অভেনত্রী ফারিণ। তবে, বিষয়টি তা নয়। সেটি ছিল একটি বিজ্ঞাপনের শুটিং। এবার সত্যি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ফারিণের।

আরও পড়ুন: শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

সবার পছন্দের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”র জন্য “রঙে রঙে রঙিন হব” শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফারিণ। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

 ফারিণ বলেন, ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার এতে গাইতে পেরে খুব ভালো লাগছে। গানটির কথা-সুর খুব ভালো হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে গাওয়া এ গানটি সবার ভালো লাগবে বলেই আশা করছি।

এ বিষয়ে তাহসান জানান, হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন করে বললেন, ইত্যাদির জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন ফারিণের প্রস্তাব দিলাম। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়। এবার দর্শকের উপভোগ করার অপেক্ষায়।