রাজ ও মন্দিরা প্রেমের গুঞ্জনের জবাব দিলেন রাজ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ২১ মে ২০২৪ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘কাজলরেখা’ সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হওয়া শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীকে নিয়ে চলছে নানা জল্পনা। প্রেমে জড়িয়েছেন এমন খবরে বেশ কয়েকবার উঠে এসেছে তাদের নাম। সম্প্রতি মন্দিরা এই বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছেন যে বিষয়টি শুধুই গুঞ্জন। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন শরিফুল রাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুল রাজকে মন্দিরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। তিনি স্মার্ট, গর্জিয়াস, গুণী এবং মেধাবী একজন শিল্পী। প্রথম ছবিতেই সফলতা পেয়েছেন। আমাদের ছবির প্রচারণায় একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ প্রেমের গুঞ্জন ছড়াচ্ছে। এটা সব ছবির সময়ই হয়ে থাকে।"

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন

প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে রাজ জানান, জীবনে অনেকগুলোই প্রেম করেছেন তিনি। কিন্তু একটাও টেকসই হয়নি। তবে বিচ্ছেদ হলে ঘুরতে বেরিয়ে পড়েন এই অভিনেতা। এরপর ফুল এনার্জি নিয়ে আবার কাজে মন দেন।

এর আগে দুজনের প্রেমের গুঞ্জনে সংবাদমাধ্যমে কথা বলেছিলেন মন্দিরা। বলেছিলেন, ‘আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে।’

আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার

‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই সিনেমাটি রয়েছে দর্শকদের আলোচনায়।