ঢালিউড সুপারস্টারের জন্মদিন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবিঃ সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবিঃ সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। ১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে অভিনয়ে এসে নাম বদলে হয়ে যান শাকিব খান। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন।  ‎১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করলেও দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৮ সালের দিকে।  অভিনয় জগতে পা রাখাটা ছিল তার জন্য অপ্রত্যাশিত। ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু অভিনয়ে আসার পর দর্শকের ভালোবাসা। বিনোদনের প্রতি নিজের ভালোলাগা। সবকিছু মিলিয়েই তার অভিনয় জীবনে ভক্তদের নিরাশ করেননি। 

শোবিজ অঙ্গনে অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যায়। তবে ঢালিউডে যেন নিজের শেকড় ছড়িয়ে বসেছেন শাকিব। 

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

সমসাময়িক প্রায় সব নির্মাতার সাথেই কাজ করেছেন শাকিব। ক্যারিয়ারের শুরুতে শাবনূর-মৌসুমীদের বিপরীতে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয় দক্ষতা দিয়ে ঢালিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অপ্রতিদ্বন্দ্বী হিসেবে।

সিনেমা জগতে শাকিবের সুনাম অপার হলেও ব্যক্তি জীবন কিছুটা সমালোচিত। তিনি দুই পুত্রের জনক। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির সাথে দাম্পত্য সম্পর্কে জড়ালেও কারোর সাথেই সেই সম্পর্ক টিকে নেই। বর্তমানে শাকিব তার নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে একের পর এক রেকর্ড ব্রেক করেছেন অভিনেতা। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। সর্বশেষ বছরগুলো বেশ ভালোই যাচ্ছে ঢালিউড সুপারস্টারের। ‘রাজকুমার’, ‘দরদ’,’তুফান’ -ছবিগুলো ব্যাপক প্রশংসা কুডিয়েছে। আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ দিয়ে দর্শক মাতাবেন এই অভিনেতা। ‎অভিনয়জীবনে কাজের স্বীকৃতি স্বরূপ চারবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’