বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

বলিউডে যেন একের পর এক গুড নিউজ। একদিকে ক্যাটরিনা কাইফের সম্ভাব্য মাতৃত্ব, অন্যদিকে গুঞ্জন উঠেছে—বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরেক বলি সেনসেশন শ্রদ্ধা কাপুর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়তে পারেন শ্রদ্ধা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—পাত্র হিসেবে উঠে এসেছে লেখক রাহুল মোদীর নাম।
অনেকদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতা নিয়ে বলিপাড়ায় চলছিল গুঞ্জন। বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরে এবং ভ্রমণের সময়। এসব মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও সম্পর্কের বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি শ্রদ্ধা।
আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধার খাওয়ার একটি ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন রাহুল, যেখানে অভিনেত্রীকে কিছুটা লজ্জা পেতে দেখা যায়। ভিডিওটি সামনে আসার পর থেকেই বলিপাড়ায় আলোচনা আরও জোরালো হয়েছে—ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন শ্রদ্ধা ও রাহুল।
যদিও এখনও বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি। ভক্তরা এখন অপেক্ষায় আছেন, কবে তাদের প্রিয় অভিনেত্রী বিয়ের খবর নিজেই প্রকাশ করবেন।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে