থালাপতি বিজয়ের বাড়িতে হামলার আশঙ্কা, বাসভবনে কড়া নিরাপত্তা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর চেন্নাইয়ে বিজয়ের ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কউরেতে বিজয়ের রাজনৈতিক দল টিভেকে (TVK)-এর এক সমাবেশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর বিজয় জনসভাস্থলে পৌঁছান। সারাদিন না খেয়ে ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেক সমর্থক অজ্ঞান হয়ে পড়েন। এর মধ্যেই হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা শুরু হয়। বিজয়ের বাসের চারপাশে বিপুল ভিড় জমে যায়, তৈরি হয় দমবন্ধকর পরিবেশ। নিরাপত্তা কর্মীদের নিষেধ উপেক্ষা করে অনেকেই বিজয়ের কাছে যাওয়ার চেষ্টা করেন। সামনের সারিতে থাকা অনেক সমর্থক চাপা পড়ে প্রাণ হারান।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে

ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। এনডিটিভির খবরে বলা হয়, যে কোনো সময় ক্ষুব্ধ জনতা বিজয়ের বাড়ির দিকে রওনা হতে পারেনএমন আশঙ্কা থেকেই তার চেন্নাইয়ের বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, থালাপতি বিজয়ের দল TVK আগামী বছর তামিলনাড়ুর অ্যাসেম্বলি নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। এর অংশ হিসেবেই বিজয় রাজ্যের বিভিন্ন স্থানে জনসভা করছেন। তবে এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় নেতিবাচক অভিঘাত হিসেবে দেখা হচ্ছে।