ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর দেশ ছাড়লেন টিকটকার সামিয়া হিজাব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসসহ নানা বিতর্কে আলোচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সামিয়া হিজাব অবশেষে দেশ ছেড়েছেন। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে তিনি জানিয়েছেন, সমাজের সংকীর্ণ মানসিকতা ও সরকারি আচরণের কারণে পাকিস্তানে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল তার জন্য।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামিয়া হিজাব নিজের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সময়ের সঙ্গে যদি আমার পোশাকের ধরন বদলায়, তাহলে সেটি আমার দোষ নয়—এটা জাতির মানসিকতার প্রতিফলন।”

আরও পড়ুন: জনপ্রিয় অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু

তিনি অভিযোগ করেন, দেশের মানুষ ও সরকার দুজনেই নারীর স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের বিষয়ে অসহিষ্ণু। “সংকীর্ণমনা চিন্তাভাবনা পাকিস্তানে আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে,” বলেন সামিয়া।

এই টিকটকার আরও জানান, তিনি সরকারের আচরণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তার বক্তব্যে ইউটিউবার রজব বাটের কথাও উঠে আসে—যিনি কয়েক মাস আগে একই কারণে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন।

আরও পড়ুন: ট্রেলারেই ঝড় তুললো ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

সামিয়া বলেন, “আমি ও রজব বাট দুজনই আমাদের দেশের মানসিক ও সামাজিক চাপে ভুগেছি। পরিবার থেকে দূরে, নিজের দেশে নিরাপত্তাহীনতায় ভুগে আমাদের বিদেশে থাকতে হচ্ছে।”

বর্তমানে সামিয়া হিজাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করছেন। তবে তার টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করা হয়েছে। তিনি স্থায়ীভাবে দুবাইয়ে থাকছেন কি না, তা এখনও নিশ্চিত করেননি।