মিস ইউনিভার্সের ফাইনালের অপেক্ষায় মিথিলা: পিপলস চয়েসে শীর্ষে বাংলাদেশ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‍্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা তানজিয়া জামান মিথিলা ২০১৯ সালে ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক করেন। একই বছর ‘ফেস অব বাংলাদেশ’ ও ‘ফেস অব এশিয়া’–এর মুকুট জিতে আলোচনায় আসেন তিনি। এরপর ২০২০ সালে প্রতিযোগিতামূলক পরিস্থিতি অতিক্রম করে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’–এর মুকুট জিতলেও কোভিড পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারেননি।

দীর্ঘ প্রস্তুতি ও সংগ্রামের পর ২০২৫ সালে আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হন মিথিলা। মূল প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সেদিন পরিবার এবং ঘনিষ্ঠজনের উৎসাহ ও ভালোবাসায় বিদায় নেন মিথিলা। তিনি বলেন, “বাংলাদেশের মানুষের এভাবে সাপোর্ট করা—এটা অবিশ্বাস্য। মনে হচ্ছে আমরা ভালো কিছু করব।”

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

বর্তমানে পিপলস চয়েস ভোটিংয়ে শীর্ষ তালিকায় আছেন মিথিলা। একসময় ১ নম্বরে থাকলেও বর্তমানে বাংলাদেশ রয়েছে ২ নম্বরে। মিথিলার বিশ্বাস, শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ ভোট দিলে আবারও দেশটি ১ নম্বরে উঠে আসবে। পিপলস চয়েসে প্রথম হতে পারলে সরাসরি সেরা ৩০–এ জায়গা নিশ্চিত হবে তার।

দুই সপ্তাহের মিস ইউনিভার্স ক্যাম্পে সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা ও ‘সিস্টারহুড’ গড়ে তোলার কৌশল শিখেছেন মিথিলা। তার ভাষায়, মিস ইউনিভার্স আমাকে নতুন একজন মানুষ বানিয়েছে। যোগাযোগ দক্ষতা বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। ফলাফল নিয়ে শান্ত ও স্থির থাকতে চান মিথিলা। তিনি বলেন, ফলাফল যা-ই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই আমার বড় পাওয়া।

জিতলে প্রথম পরিকল্পনা কী—এমন প্রশ্নে মিথিলা জানান, ক্ষুধামুক্তির জন্য কাজ করা তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, ২০১৬ সাল থেকে কাজ করছি। তহবিল সংগ্রহ করেছি, বন্যার্তদের সহযোগিতা করেছি, পথশিশুদের জন্য কাজ করেছি। মানুষ হিসেবে করেছি। আর মিস ইউনিভার্স হলে আমার দেশ থেকেই কাজ শুরু করব। আমি বিশ্বাস করি, ‘চ্যারিটি স্টার্টস ফ্রম দ্য হোম।