হজযাত্রীদের করোনা টিকা: সুরক্ষা অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ চায় মন্ত্রণালয়

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৩ | আপডেট: ৮:৫৫ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

হজযাত্রীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন ও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

তাই করোনার টিকা দেওয়ার ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে আন্তঃসংযোগ চায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এজন্য গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইউনিভার্সাল মেডিক্যাল ও ভ্যাট ফোরামের স্বাস্থ্যচুক্তি

এতে বলা হয়, সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকার ২০২৩ সালে (১৪৪৪ হিজরি) বহির্বিশ্বের হজযাত্রীদের অংশগ্রহণে হজ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার হজযাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন ও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করেছে। সে লক্ষ্যে হজযাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণের তথ্য সহজে প্রাপ্তির লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপের সাথে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন প্রয়োজন।

এমতাবস্থায়, ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপনের লক্ষ্যে প্রকল্প এটুআই-এর প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

আরও পড়ুন: দাম কমালো অতিপ্রয়োজনীয় ৩৩টি ওষুধের

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।