জুলাই আহতদের সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন
সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে জাতীয় অর্থপেডিক ও পুনবার্সন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় মানববন্ধন করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১১টা ৩০ মিনিটের দিকে এ মানববন্ধন শুরু করেন তারা।
মানববন্ধনে আহতরা ছাড়াও সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
আরও পড়ুন: সারাদেশে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, আক্রান্ত হলেই মৃত্যু ঝুঁকি
এসময় মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন আহতরা। তাদের স্লোগান ছিল-আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এবং দফা এক দাবি এক, সুচিকিৎসা সুচিকিৎসা।
আহতরা বলছেন, ‘দিন যত যাচ্ছে ২৪-এর আন্দোলনে আমরা যারা আহত হয়েছিলাম, তারা তত বৈষম্যের শিকার হচ্ছি। যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে বৈষম্যের শিকার হচ্ছেন তারা।’
আরও পড়ুন: নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ
তারা আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা না হবে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’
দেশে বিপ্লবের পর আহত বিপ্লবীদের মূল্যায়ন না করে কাদেরকে মূল্যায়ন করা হচ্ছে-প্রশ্ন রেখে বলেন, ‘৮-৯ মাস পরে এসে কেন সুচিকিৎসার দাবিতে আমাদের মাঠে নামতে হবে। আমাদের কেন ৯ মাস পরে এসে হাত-পা কাটার কথা বলছেন। এতদিন কী করছেন ডাক্তাররা। পঙ্গু হাসপাতালে সুচিকিৎসা সম্ভব না হলে আমাদেরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক।’





