ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প” সম্পন্ন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৫ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা দেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞরা—প্রফেসর ডাঃ নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডাঃ খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডাঃ অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন), ডাঃ আশরাফুল হক সিয়াম (মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন), ডাঃ সানিয়া হক (ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডাঃ এম এ হাসনাত (ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ রোমেনা রহমান (কার্ডিওভাসকুলার সার্জন) এবং ডাঃ আব্দুল জাব্বার জীবন (পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট)।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

এর পাশাপাশি দৈনিক প্রথম আলো কার্যালয়ে, মহাখালী এসকেএস শপিং মলে ও একাধিক স্থানে স্ট্রিট ক্যাম্প আয়োজন করা হয়। এছাড়া হৃদরোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি “কার্ডিয়াক ক্যারাভ্যান” সারা ঢাকা শহর প্রদক্ষিণ করে।

একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও “ফ্রি হার্ট ক্যাম্প” অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয়দের চিকিৎসা পরামর্শ প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডাঃ মোঃ নাজমুল হক।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে,চলতি বছরে মৃত্যু ২২৪

ক্যাম্পে আগত রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় ২০% বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যরা ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে) গ্রহণের সুযোগ পান।