রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৩ | আপডেট: ৭:১৫ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাশিয়া এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা। খবর সিএনএনের।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রুশ ড্রোন হামলায় আটজন মারা গেছেন, সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, একটি রুশ ড্রোন কিয়েভের রাজধানী থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে আঘাত করেছিল।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, একটি ড্রোন রিজিশচিভ শহরের একটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল।

হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান নেবিতোভ।