সুইডেনে বাংলাদেশ দূতাবাসের ‘আম-কূটনীতি’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ১৪ জুন ২০২৩ | আপডেট: ৬:৫২ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৩
ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুস্বাদু ,পুষ্টিকর ফলের রাজা আম বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জন্য বাংলাদেশ সরকার চালু করে ‘আম কূটনীতি’। এই ‘আম কূটনীতি’এর অংশ হিসেবে সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (১৩ জুন) সুইডেনের মহামান্য রাজা, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদীয় সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে হিমসাগর আম উপহার হিসেবে বিতরণ করে। এছাড়াও সুইডেনে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদেরকেও শুভেচ্ছা হিসেবে আম উপহার দেওয়া হয়। দূতাবাসের প্রথম সচিব শাহ মো. আশরাফুল আলম মোহন জানান, শুভেচ্ছা হিসেবে এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বের বহি:প্রকাশ হিসেবে বাংলাদেশ দূতাবাস হিমসাগর আম বিতরণ করে।

সুইডেনে আম বিতরণ বিষয়ে রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান বলেন, বিভিন্ন দেশের দূতাবাসসমূহে আম পাঠানোর মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত আমের গুণাগুণ ও বিভিন্ন দিক তাদের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে যা আগামীতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

রাষ্ট্রদূত বিবৃতিতে বলেন, ‘আমরা সুইডেনে আমাদের সম্মানিত অংশীদারদের কাছে বাংলাদেশের গর্ব ও গৌরব, আম উপহার হিসেবে দিতে পেরে আনন্দিত। এই উপহার আমাদের কূটনৈতিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি।’

সুইডেন প্রবাসী নেতৃস্থানীয় কয়েকজন বাংলাদেশি সরকারের এই চমৎকার উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন