প্রবল বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধস, মৃত বেড়ে ৩৩

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৩ | আপডেট: ৪:৩৮ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ১০ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় গত চারদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ একটি বাঁধ উপচে পানি জনপদে ঢুকে বন্যা দেখা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। এ ছাড়া আরও ১০ জন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যারা মারা গেছে তাদের বেশিরভাগই হয় ভূমিধসের সময় মাটির নিচে চাপা পড়ে মারা গেছে অথবা পানিতে তলিয়ে যাওয়া জলাধারে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি টানেলে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, চেয়ংজুতে মাটির ৪৩০ মিটার (১ হাজার ৪১০ ফুট) নিচের টানেলটিতে ১০টির বেশি গাড়ি আটকে আছে।

রবিবার সকাল পর্যন্ত টানেলটি থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।