ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ৪৫

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে।

ব্রাজিলের তিনটি প্রদেশে পুলিশ মাদকবিরোধী অভিযান চালাতে গেলে মাদক কারবারিদের সঙ্গে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে বলে বুধবার রাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

এতে বলা হয়, সাও পাওলো প্রদেশের উপকূলীয় শহর গুয়ারুজায় গত বৃহস্পতিবার স্পেশাল ফোর্সের এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপরই সাও পাওলো, রিও ডি জেনেইরো ও বাহিয়া প্রদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

ব্রাজিলের পুলিশ জানায়, রিও ডি জেনেইরোর কমপ্লেক্সো ডা পেনহা এলাকাতে পুলিশ অভিযানে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে সেখানে অন্তত ১০ জন নিহত হয়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

এর আগে সাও পাওলো প্রদেশে 'অপারেশন শিল্ড' নামে চালানো পুলিশের পাঁচদিনের এক বিশেষ অভিযানের সময় সংঘর্ষে ১৬ জন নিহত হয়।

এ ছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশে গত শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব মাদকবিরোধী অভিযানে পুলিশ সবমিলিয়ে ৩৮৫ কেজি মাদকের পাশাপাশি আগ্নয়াস্ত্রও উদ্ধার করেছে।