মরক্কোয় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:৩৫ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩
(no caption)
(no caption)

মরক্কোয় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছরের মধ্যে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলছে দেশটির সরকার।

কর্তৃপক্ষের বরাতে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি এমএপি’কে জানায়, ছোট বাসটি রবিবার আজিলালের কেন্দ্রীয় প্রদেশের ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে উল্টে যায়। খবর পাওয়া মাত্রই বেসামরিক সুরক্ষা পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

দুর্ঘটনার কারণ উদঘাটনে এরইমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, রবিবারের ঘটনাটি দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মধ্যে একটি।

গত গ্রীষ্মে মরক্কোয় বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে টান-টানে ৩৩ জন প্রাণ হারান। যাদের অধিকাংশ স্কুল শিক্ষার্থী।  সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল