সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:২৫ পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ।

আরও পড়ুন: গাজা পুরোপুরি দখলে ইসরায়েলের অভিযান শুরু, ২৪ ঘণ্টায় নিহত ১২৩

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় খোলা বাজারে বেশ কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বাকারা নামক ওই খোলা বাজারের এক ব্যবসায়ী হাসান আলী বলেছেন, ‘আমি ১০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে গণনা করেছি। আমার দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাজারে চারটি স্থানে বিস্ফোরণ ঘটেছে।’

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

এ ঘটনায় রয়টার্স বলছে, বিস্ফোরণের জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাব প্রায়শই সোমালিয়া এবং অন্যান্য জায়গায় বোমা হামলা চালিয়ে থাকে। এছাড়া হামলার বিষয়ে দেশটির সরকারেরও এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি।