নতুন সরকার আমেরিকার দশ হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:৩৫ পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে আমেরিকার আমলাতন্ত্র ঢেলে সাজানোর কাজ চলছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৯ হাজার ৫০০-এরও বেশি ফেডারেল কর্মকর্তা-কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এই কর্মীরা ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্স এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই বরখাস্তের পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মিবাহিনীর প্রায় ৩ শতাংশ। 

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

ট্রাম্পের মতে, ফেডারেল সরকারের আমলাতন্ত্রের আকার অস্বাভাবিক বেড়েছে। এতে অপচয় ও প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ অপচয় হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি ছিল।

এই সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলই একমত। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটরা মনে করেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

ইলন মাস্কের এই ব্যাপক ছাঁটাই প্রচেষ্টার গতি ও ব্যাপকতা ট্রাম্পের কিছু সহযোগীর মধ্যেও হতাশা সৃষ্টি করেছে। বিশেষ করে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি উইলসের বিষয়টি নিয়ে বিব্রত। এই ছাঁটাইয়ের পাশাপাশি ট্রাম্প ও মাস্ক ক্যারিয়ার কর্মকর্তাদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা কমানোর চেষ্টা করছেন, বেশির ভাগ মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং কিছু সরকারি সংস্থা যেমন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো প্রায় পুরোপুরি বন্ধ করার চেষ্টা করছেন।