লন্ডনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ হিথ্রো বিমানবন্দর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ২১ মার্চ ২০২৫ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ২১ মার্চ ২০২৫
লন্ডনের হিথ্রো বিমানবন্দর। ছবিঃ সংগৃহীত
লন্ডনের হিথ্রো বিমানবন্দর। ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের ফিলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

এছাড়া অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

বিবিসি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সাবস্টেশনে বিশাল অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার বড় কুণ্ডলী । দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে যে হেইস, হিথ্রো, হিলিংডন, সাউথহল এবং ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে প্রায় ২০০টি কল পেয়েছেন তারা।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, “যদিও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন লাগার ওই ঘটনায় তাদের কাজ করছেন, কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে— ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা যাবে। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”

বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের “কোনও অবস্থাতেই” এখানে (বিমানবন্দরে) আসা উচিত নয় বলেও তারা বলেছেন।

স্কটিশ এবং সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস এক্স  একটি পোস্টে বলেছে, এই ঘটনায় বিদ্যুৎ বিভ্রাটে ১৬ হাজার ৩০০টিরও বেশি বাড়িকে প্রভাবিত করেছে।