বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, বাতাস ‘অস্বাস্থ্যকর’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের মান ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের সবশেষ আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ১৭১। বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ২ নম্বরে ঢাকা।

আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

অপরদিকে ১৮৬ স্কোর নিয়ে আজ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে দিল্লি, চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৩৯), তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে কুয়েত (১১৮) ও নেপালের কাঠমান্ডু (১১৪)।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন