দাবানলের দিশেহারা ইসরাইলে জরুরি অবস্থা ঘোষণা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ০১ মে ২০২৫ | আপডেট: ৮:৫৮ পূর্বাহ্ন, ০১ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দখলদার ইসরাইলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছে ইসরাইল। দাবানলের আগুনে দিশাহারা হয়ে পড়েছে দেশটির নাগরিকরা।

বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।

কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল