আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, গুরুত্ব পাবে যেসব বিষয়

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। তার সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যুকে প্রধান গুরুত্ব দেওয়া হবে। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ দেশ, এবং এই সফরে নতুন করে কর্মী নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, বাণিজ্য সম্প্রসারণ, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও মানুষে-মানুষে যোগাযোগ বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের 'গোপন বৈঠকে' অংশ: মেজর সাদিকুলের স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অভিবাসন ও বিনিয়োগ ছাড়াও বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আরসিইপিতে যোগদানের বিষয় জোরালোভাবে তোলা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হবে।

দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত, ব্যবসায়িক কাউন্সিল গঠন, উচ্চশিক্ষা ও হালাল ইকোসিস্টেমসহ মোট আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া ব্যবসায় ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: ড. ইউনূসের ঘোষণাপত্র দেওয়ার বৈধতা নেই: ফরহাদ মজহার

সফরের শেষ দিনে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।

এ সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ ও জ্বালানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।

কলকাতায় আওয়ামী লীগ কার্যালয় খোলার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ। তারা দেশের বাইরে থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে কি না, তা মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর জানানো হবে।