ইঞ্জিনিয়ার মোশাররফ সুস্থ আছেন, মৃত্যুর খবর উদ্দেশ্যমূলক গুজব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেছেন মর্মে সামাজিক মাধ্যমে যে সব খবর প্রকাশিত হয়েছে তা বানোয়াট ও গুজব। আইসিইউতে চিকিৎসাধীন মর্মে পরিবারের দাবি সঠিক নয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ফ্রিজন সেলে বসে নিজ হাতে খাচ্ছেন বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বিনা চিকিৎসায় ইঞ্জিনিয়ার মোশাররফের মৃত্যু হয়েছে। বাংলাবাজার পত্রিকার পক্ষ থেকে কারা কর্তৃপক্ষ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবার্চন: সিইসি

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ জানান, উনি অসুস্থতা বোধ করায় বাংলাদেশ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষ স্যারের খোঁজখবর নিচ্ছে। তার অসুস্থতার বিষয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা