ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করল ইরান

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে নিহত ইরানের প্রায় ৬০ জন সেনা ও বিজ্ঞানীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু হয়েছে। নিহতদের মধ্যে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার (স্থানীয় সময় সকাল ৮টা) আনুষ্ঠানিকভাবে এই দাফন কার্যক্রম শুরু হয়। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে প্রথমে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয় শহীদদের। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, উপস্থিত জনতা কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছেন এবং নিহত কমান্ডারদের ছবি ধরে রেখেছেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
শহীদদের সম্মানে কফিনগুলো জাতীয় পতাকায় মুড়িয়ে ইনকিলাব স্কয়ারে রাখা হয়। আশপাশে টানানো হয় নিহতদের ছবি। পরে এসব কফিন ১১ কিলোমিটার দূরের আজাদি স্কয়ারে নেওয়া হয় এক বিশাল শোকযাত্রার মাধ্যমে।
তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি একে “ইসলামী ইরান ও বিপ্লবের জন্য একটি ঐতিহাসিক দিন” বলে মন্তব্য করেছেন। ইরানি সংবাদমাধ্যম বলছে, এসব শহীদ ‘জায়নিস্ট শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধে’ প্রাণ হারিয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল-ইরান উত্তেজনার মাত্রা নতুন উচ্চতায় পৌঁছেছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল