ইসরায়েলের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিলো জর্ডান

২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। বহুদিন ধরেই চলা জল্পনার অবসান ঘটিয়ে দেশটির জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (FIBA)-কে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, জর্ডান জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে না। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে ২০-০ স্কোরে জয় পাবে, যা একটি টেকনিক্যাল জয় হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু
গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে ১০২-৭৭ ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে, জর্ডান ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে হেরে গেছে।
ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান বলেন, "জর্ডানের এমন সিদ্ধান্তে আমি দুঃখিত। আমি আশা করেছিলাম তারা খেলতে আসবে। খেলাধুলা হলো সংস্কৃতি ও মানুষের মধ্যে একটি সেতুবন্ধন, রাজনীতির জায়গা নয়।"
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন
তবে অনেকেই জর্ডানের এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে "সাহসী পদক্ষেপ" হিসেবে দেখছেন। বিশেষ করে সম্প্রতি ইরান-ইসরায়েল উত্তেজনায় জর্ডানের ভূমিকাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রসঙ্গত, ইরান অভিযোগ করেছিল, ইসরায়েল তাদের হামলায় জর্ডানের আকাশসীমা ব্যবহার করেছে। জবাবে জর্ডানের সেনাবাহিনী ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল ও ড্রোন আকাশেই ভূপাতিত করে। এই অবস্থানে ইরানসহ মুসলিম বিশ্বের একাংশ ক্ষোভ প্রকাশ করে।
এমন প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ক্রীড়া সম্পর্ক এড়িয়ে চলা জর্ডানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে।