ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় কানাডা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে এই ঘোষণা আসতে পারে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
এ নিয়ে জি-৭ এর তিন সদস্য—ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা—ফিলিস্তিনকে স্বীকৃতির ব্যাপারে ইতিবাচক অবস্থান জানালো। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একই রকম পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
কার্নি বলেন, “গাজায় মানবিক বিপর্যয় সীমাহীন মাত্রায় পৌঁছেছে। এই সংকটের দ্রুত সমাধান প্রয়োজন। তাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কানাডা দৃঢ়ভাবে এগোচ্ছে।”
তবে কানাডার এই সিদ্ধান্ত নির্ভর করছে কিছু শর্তের ওপর। এর মধ্যে রয়েছে, ২০২৬ সালের মধ্যে ফিলিস্তিনকে হামাসকে বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
ইসরায়েল এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এটি হামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে পুরস্কৃত করার সামিল।”
বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কানাডার এই সম্ভাব্য স্বীকৃতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।