ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল তারকা নিহত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের মধ্যে ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় মোহাম্মদ শালান প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) গাজা উপত্যকার এক এলাকায় মানবিক সাহায্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

শালান তার কন্যা মারইয়মের জন্য ওষুধ ও খাবার সংগ্রহের চেষ্টা করছিলেন। মারইয়ম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং তার চিকিৎসার জন্য শালান বারবার আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়ার কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মেয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে না পেরে নিজের জীবন হারান।

আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

অর্থকোয়াক নামে খ্যাত এই তারকা খেলোয়াড় ফিলিস্তিনের হয়ে একাধিক আরব ও আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেন এবং কোর্টে তার শক্তিশালী উপস্থিতি দেশের গর্বের মুহূর্ত এনে দিয়েছিল। তবে মানবিক সংকটের মধ্যে তিনি শেষ বিদায় নিলেন।

এর আগে ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত ফুটবলার সুলেইমান আল ওবেইদও মানবিক সাহায্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে বহু শিশু, নারী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

মোহাম্মদ শালানের মৃত্যুর ঘটনা শুধুমাত্র ফিলিস্তিনের নয়, বরং গোটা বিশ্বের মানবতা ও ক্রীড়াঙ্গনের জন্য গভীর প্রশ্নবোধক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।