গাজায় একদিনে আরও ৬৮ নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের লাগাতার হামলা, অবরোধ ও দুর্ভিক্ষে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন গাজার সাধারণ মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৬৮ জন নিহত হয়েছেন। এতে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজার ৪০০ জনে।

শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৬৪ হাজার ৩৬৮। আহত হয়েছেন এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন। মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও বহু মরদেহ পড়ে আছে, যাদের উদ্ধার সম্ভব হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি আদানির

এদিকে মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৩ জন নিহত এবং অন্তত ১৪৩ জন আহত হয়েছেন। শুধু সহায়তা নিতে গিয়েই এ পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৩৮৫ জন, আহত হয়েছেন ১৭ হাজারের বেশি।

ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন, এর মধ্যে একজন শিশু। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে, যাদের মধ্যে ১৩৫ শিশু।

আরও পড়ুন: জোহরান মমদানি জিতলে তহবিল কমানোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে ২৪ লাখ মানুষ এখন ভয়াবহ খাদ্য সংকটে পড়েছেন। জাতিসংঘ জানিয়েছে, উত্তর গাজায় ইতোমধ্যেই দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং শিগগিরই তা দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ১১ হাজার ৮০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে জানুয়ারির যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে। শুক্রবার গাজার যুদ্ধ ৭০০ দিনে গড়িয়েছে, যা গোটা ভূখণ্ডকে মানবিক বিপর্যয়ে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে।