আমেরিকার ফক্সউড ক্যাসিনোতে জুয়া খেলার ছবি ভাইরাল

আমেরিকার ফক্সউড ক্যাসিনোতে জুয়া খেলা এবং ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক এমপির সাথে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)’ এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের ডামি নির্বাচনের সংসদ সদস্য ছোট মনিরকে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির আসনে ছিলেন স্বপন ফকির। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছোট মনিরের সঙ্গে বসার পাশাপাশি তাকে ক্রেস্ট প্রদান করার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিওতে তাকে আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে দেখা গেছে। ভাইরাল হয়েছে তার ভুয়াপুরের তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল হালিমের সাথে আঁতাতের স্থির চিত্র।
একটি অনুষ্ঠানে তাকে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিমের পাশে বসে থাকতে দেখা গেছে। ভুয়াপুর শহরে তিনি শেখ মুজিব ও আওয়ামী নেতাদের পাশে নিজের ছবি দিয়ে ফেস্টুন ও ব্যানার লাগিয়ে বিগত ফ্যাসিস্ট আমলে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেছিলেন। এই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
তার সাম্প্রতিক কুকীর্তির শেষ পেরেক হিসেবে ভাইরাল হয়েছে আমেরিকার ফক্সউড ক্যাসিনোতে জুয়া খেলার ছবি। গত কয়েক দিনে তার আওয়ামী লীগ আমলের কার্যক্রম সামনে আসায় টাঙ্গাইল-১ এর ভোটাররা তার প্রতি আস্থা হারাচ্ছেন এবং বিএনপি'র একজন বড় পদধারী নেতা আওয়ামী লীগের সাথে আঁতাত করার পরও হাইকমান্ড থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, "স্বপন ফকির মূলত আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্যই বিএনপির মনোনয়ন চাচ্ছেন। মানুষ যেমন আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়েছে, স্বপন ফকিরের মতো লোককে মনোনয়ন দিলে মানুষ বিএনপির থেকেও মুখ ফিরিয়ে নেবে।"
উল্লেখ্য, স্বপন ফকির টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও তার জন্মস্থান ভুয়াপুর উপজেলায়। এজন্য আগে থেকেই তার প্রতি জনসাধারণের আস্থা ছিল না। সাম্প্রতিক সময়ে তার ভাইরাল হওয়া তথ্যাবলি আরও নেতিবাচক প্রভাব ফেলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান, "স্বপন ফকির যাদের মাধ্যমে মধুপুর-ধনবাড়ীতে তার রাজনীতি পরিচালনা করছেন, তাদের সবার বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে।"