ইলন মাস্কের সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল, গড়লেন বিশ্ব রেকর্ড

মাত্র ১০ মাসের ব্যবধানে আবারও নতুন মাইলফলক ছুঁলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের ডিসেম্বরে তিনি বিশ্বের প্রথম ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক হয়েছিলেন। এবার তার সম্পদের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা টাকার অঙ্কে প্রায় ৬০ লাখ ৮৪ হাজার ৯৭৫ কোটি।
ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলার। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তির সম্পদ এত উচ্চতায় পৌঁছাল। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান হারে সম্পদ বাড়তে থাকলে ২০৩৩ সালের মধ্যেই ইলন মাস্ক পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার (১০০০ বিলিয়ন ডলার মালিক) হতে পারেন।
আরও পড়ুন: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজায় শান্তি আসবে না: রাশিয়া
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় মাস্ক ব্যবসায়িকভাবে বিশাল সুবিধা পেয়েছেন। এতে তার সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে যায়। তবে ট্রাম্প সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ালেও তার সম্পদ বৃদ্ধির গতি থেমে যায়নি।
কিছুদিন আগে অল্প সময়ের জন্য ধনীতম ব্যক্তির তালিকায় মাস্ককে পেছনে ফেলেছিলেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তবে সর্বশেষ হিসাব অনুযায়ী আবারও তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসন পুনরুদ্ধার করেছেন।
আরও পড়ুন: ‘আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়’
পৃথিবীতে এত বিপুল সম্পদের মালিক আগে কেউ হননি। বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়িক সম্প্রসারণ, নতুন প্রযুক্তি খাতের বাজার এবং স্পেসএক্সের সাফল্যের কারণে মাস্কের সম্পদ ক্রমাগত বাড়ছে। আর এই গতিতেই এগোতে থাকলে প্রথম মানব হিসেবে ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার স্বপ্ন শিগগিরই বাস্তবায়ন করতে পারবেন তিনি। সূত্র: বিবিসি, রয়টার্স