হার্ভার্ডে ড. মির্জা গালিব এর নিয়োগ পাওয়া নিয়ে যা জানা গেল

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১২ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই পোস্টে দাবি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ৯৮% নম্বর নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছিলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে নিয়োগ দেয়নি। পরে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাবির চেয়েও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো।’ আজ তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন।

তবে এই দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, নিশ্চিত করেছে ফ্যাক্টচেক সংগঠন রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ড. মির্জা গালিব হার্ভার্ড নয়, বরং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড (Howard) বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে সহকারী অধ্যাপক (Assistant Professor) পদে যোগ দেন।

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

২০২২ সালেও একই ধরনের ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময় রিউমর স্ক্যানারের সঙ্গে কথা বলেছিলেন ড. গালিব নিজেই। তিনি বলেছিলেন, আমি চলতি বছরের আগস্টে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছি। কেউ কেউ হাওয়ার্ডকে হার্ভার্ড এবং সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক বলছেন, যা সত্য নয়।

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত “হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ” সংক্রান্ত দাবি ভুল ও বিভ্রান্তিকর। রিউমর স্ক্যানার ২০২২ সালে এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছিল, যেখানে একই তথ্য যাচাই করে মিথ্যা প্রমাণ করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প