ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, দুকুম এলাকায় মাছ ধরা শেষে ফেরার পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।
একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর ঘটনায় সারিকাইতসহ পুরো সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।”
ওমান প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তদারকি করছেন।