মাদাগাস্কারের ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা বিক্ষোভের মুখে দেশ ছেড়ে যাওয়ার পর মঙ্গলবার সেনাবাহিনীর এলিট ইউনিট কাপসাট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়।
গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ সংকট, পানির অভাব ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মাদাগাস্কার। ধীরে ধীরে আন্দোলনটি প্রেসিডেন্টের পদত্যাগ দাবির রূপ নেয়। শনিবার সেনাবাহিনীর এলিট ইউনিটের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে।
আরও পড়ুন: ইসরায়েলের বিভিন্ন কারাগারে এখনো ১১,৪৬০ জন ফিলিস্তিনি বন্দি
রবিবার রাতে জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, “জীবন রক্ষার জন্য একটি নিরাপদ স্থানে আছি।”
এরপর মাদাগাস্কারের সংসদ প্রেসিডেন্টকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে। কিন্তু তিনি পাল্টা ব্যবস্থা হিসেবে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। তবে সংসদ সদস্যরা সেই সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে অভিশংসনের পক্ষে ভোট দেন।
আরও পড়ুন: ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে নিহত ১৯ যাত্রী
কিছু ঘণ্টা পরই সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসে—দেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।
সেনা কর্মকর্তা কর্নেল মিখায়েল রান্দ্রিয়ানিরিনা এএফপিকে বলেন, সেনাবাহিনী, প্যারামিলিটারি ও পুলিশের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে, যা আপাতত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। পরবর্তীতে একটি বেসামরিক সরকার গঠনের পরিকল্পনা রয়েছে।
বিবিসি জানায়, সেনাবাহিনীর এই কাপসাট ইউনিট ২০০৯ সালেও আন্দ্রিকে ক্ষমতায় বসাতে ভূমিকা রেখেছিল, যখন তিনি তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। কিন্তু এবার সেই একই ইউনিটই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে।
সূত্র: বিবিসি, এএফপি