গাজায় শীতের চাপ বাড়ছে, বিপাকে বাস্তুচ্যুত হাজারো মানুষ
শীতের মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সংকট আরও চরম আকার ধারণ করছে। যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো লাখো মানুষ এখন আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এর মধ্যেই শীতের কাপড়, তাঁবু ও জরুরি সামগ্রী গাজায় প্রবেশে নতুন করে বাধা তৈরি হওয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলো আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ট্রাম্পের নাচের ভিডিও ভাইরাল
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ পরিচালিত সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় শীত মোকাবিলায় প্রয়োজনীয় কম্বল, তাঁবু এবং উষ্ণ পোশাক জর্ডান ও মিশরের গুদামে আটকে আছে। ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা ও সীমান্ত কড়াকড়ির কারণে সেসব সামগ্রী গাজায় পাঠানো যাচ্ছে না।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, প্রতিদিন শীত আরও তীব্র হচ্ছে। কিন্তু গাজার বাস্তুচ্যুত পরিবারগুলো এখনো প্রয়োজনীয় সুরক্ষা পাচ্ছে না। অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: কানাডার ওপর অতিরিক্ত ১০শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
এর আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা না পৌঁছানোকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে এবং ইসরায়েলকে সহায়তা প্রবেশে অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। তবে এখনো বাস্তবে সহায়তা পৌঁছার প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
এদিকে এলাকার শিশু, গর্ভবতী নারী ও প্রবীণদের জন্য পরিস্থিতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যাপ্ত আশ্রয় ও উষ্ণতার অভাবে অনেকেই অসুস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন।





