যুদ্ধের ক্ষত কাটিয়ে ঘরে ফেরা

তুরস্ক থেকে দেশে ফিরলেন ৫ লাখের বেশি সিরীয় শরণার্থী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তুরস্ক জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর, দেশটিতে ফিরে গেছে ৫ লাখ ৫০ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, সিরিয়ায় দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে, এবং এর পর থেকেই তুরস্কে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক সিরীয় নিজ দেশে ফিরছেন। 

আরও পড়ুন: পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানপরিকল্পনা

শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তার ভাষায়, এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার নয়, বরং ৫ লাখ ৫০ হাজার সিরীয় তুরস্ক থেকে দেশে ফিরেছেন। এখনও প্রায় ২৪ লাখ সিরীয় তুরস্কে বসবাস করছেন, যা যুদ্ধের শীর্ষ সময়ে ছিল ৩৫ লাখেরও বেশি।

এর আগে শুক্রবার জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়—১.১৬ মিলিয়ন (১১ লাখ ৬০ হাজার) সিরীয় বিদেশ থেকে দেশে ফিরেছেন। ১.৯ মিলিয়ন (১৯ লাখ) অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ নিজ ঘরে ফিরে যেতে সক্ষম হয়েছেন, বর্তমানে ৭০ লাখেরও বেশি সিরীয় এখনো দেশেই বাস্তুচ্যুত, ৪৫ লাখ মানুষ বিদেশে শরণার্থী হিসেবে রয়েছেন

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল

২০১১ সালে সংঘাতে সিরিয়া বিধ্বস্ত হয়। এরপর বহু সশস্ত্র গোষ্ঠী, বিদেশি হস্তক্ষেপ, আইএস-এর উত্থান ও পতন—সিরিয়ার যুদ্ধকে দীর্ঘায়িত করে।

আসাদের ক্ষমতাচ্যুতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: এএফপি