যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে, পৃথিবীকে ১৫০ বার দেয়া যাবে
রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি প্রকাশ্যে এমন কার্যক্রম অস্বীকার করছে। সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।
ট্রাম্প বলেন, রাশিয়া পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে— কিন্তু তারা এসব বিষয়ে কিছু বলে না।
আরও পড়ুন: আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক নোরা ও’ডনেল যখন বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখনই ট্রাম্প পাল্টা মন্তব্য করে রাশিয়া ও চীনের দিকে অভিযোগ তোলেন।
ট্রাম্প বলেন, আমাদের হাতে বিশাল পারমাণবিক শক্তি রয়েছে— যা অন্য কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন এখনো অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যেতে পারে। আমাদের পর্যাপ্ত অস্ত্র আছে যা পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো ক্ষমতাশালী।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আরও উন্নতভাবে পুনর্নির্মাণের ঘোষণা ইরানের
পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, “অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, কিন্তু আমরা নই। আমি চাই না যে আমরাই একমাত্র দেশ হই যারা এটা করে না। আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?
সম্প্রতি ৩০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দেন ট্রাম্প। এরপরই তার এই সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।





