শহরের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও পদক্ষেপ: জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জোহরান মামদানি। ইতিহাস গড়া এই নির্বাচনে জয়লাভের পর তিনি জানিয়েছেন, শহরের স্বার্থ রক্ষায় প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত।
বুধবার (৫ নভেম্বর) কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, নির্বাচনের প্রচারণা শেষ, এখন শুরু হচ্ছে দায়িত্ব পালনের আসল লড়াই।
আরও পড়ুন: নিউইয়র্কে মামদানির জয়ে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩৪ বছর বয়সী এই প্রার্থী নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন। তরুণ ভোটার এবং নিম্ন আয়ের মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়ে তিনি বিজয় নিশ্চিত করেন। নির্বাচন চলাকালীন ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির ঐতিহ্যগত নেতৃত্বের অংশ থেকেও তিনি তীব্র বিরোধিতার মুখে পড়েন।
বিজয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক শহরের উন্নয়ন তহবিল বন্ধের হুমকি দেন এবং প্রয়োজনে শহরে সেনা মোতায়েনের কথাও উল্লেখ করেন। এই প্রতিক্রিয়ায় মামদানি বলেন, শহরের অধিকার রক্ষায় আদালত পর্যন্ত যেতে হলে আমি তা করবো। নিউ ইয়র্ক কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।
আরও পড়ুন: বসনিয়ার নার্সিং হোমে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু
তিনি আরও জানান, শহরের ভবিষ্যৎ পরিকল্পনা, বাজেট ও প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য তিনি একটি ট্রানজিশন টিম গঠন করছেন।





