লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আল-খোমস উপকূলে অবৈধভাবে ইউরোপমুখী অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে গেছে। এতে বাংলাদেশি ২৬ জন থাকা একটি নৌকা ডুবির ঘটনায় ৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৬ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য নিশ্চিত করে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় উদ্ধারকারী দল। প্রথম নৌকায় থাকা ২৬ বাংলাদেশির মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

দ্বিতীয় নৌকা ডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটিতে ছিলেন ৬৯ জন—২ জন মিসরীয়, ৮ জন শিশুসহ ৬৭ জন সুদানি নাগরিক।

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের নিরাপদে আনার পাশাপাশি মৃতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা দেয়।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

লিবিয়া বহুদিন ধরেই ইউরোপগামী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং মানবপাচার চক্রের সক্রিয়তার কারণে অভিবাসীরা নিয়মিত ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, লিবিয়ায় আটকে থাকা অভিবাসীরা প্রায়ই নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হন। ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে সরঞ্জাম ও অর্থ সহায়তা দিলেও, তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সমুদ্রপথে ইউরোপ যাত্রা ঠেকাতে রাষ্ট্রীয় উদ্ধার অভিযান সীমিত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।