টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির শ্রদ্ধা

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩ | আপডেট: ১২:৪০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩
(no caption)
(no caption)

শোকাহ আগস্টের ১৯ তম দিনে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক  আব্দুল নূর দুলালের নেতৃত্বে সমিতির সদস্যরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের অতল শ্রদ্ধা জানান। পরে তারা বেদীর পাশে ১ মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।

এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জেসমিন সুলতানা, সহ-সভাপতি আলী আজম চৌধুরী, কোষাধ্যক্ষ মাসুদুল আলম, সম্পাদক হারুনুর রশিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাফায়েত হোসেন সজীব, সফিক রায়হান শাওন, মনিরুজ্জামান রানা, মহিউদ্দিন রুদ্র, 'ল' রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা আক্তারসহ বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ৮শ’সদস্য  উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর ফেরত ও লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

পরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল সদস্যদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।