এমপি আনার হত্যার দায় স্বীকার করে শিমুলের জবানবন্দি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ০৫ জুন ২০২৪ | আপডেট: ৬:১৬ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

*কলকাতায় হোটেলের শোয়ারেজ থেকে দুটি ছুরি উদ্ধার

* হত্যার তদন্তে নতুন মোড়  

ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ। দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার আদালতে হাজির করে পুলিশ। তিনি ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 

এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার চিনার পার্কের কাছে ব্লু মুন নামে একটি হোটেলে তল্লাশির সুয়ারেজ লাইন ভেঙ্গে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ছুরি দুটি আনার হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। ১০ সেন্টিমিটার লম্বা ছুরি দুটি খুনে ব্যবহৃত হয়েছিল কিনা নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। বুধবার এতথ্য জানিয়েছে কলকাতার পুলিশ।

আরও পড়ুন: ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

তারা জানিয়েছে, কলকাতার চিনার পার্কের কাছে ব্লু মুন নামে একটি হোটেলে বুধবার তল্লাশি চালানো হয়। ওই হোটেলের সুয়ারেজ পাইপ ভেঙে দুটি ধারালো ছুরি ছাড়াও বেশ কিছু ব্যবহৃত বস্তু সংগ্রহ করা হয়েছে। সেগুলোও ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এই হোটেলের মালিক এবং অ্যাক্সিস মলের রিলায়েন্স ডিজিটাল শোরুমের ম্যানেজার ও কর্মচারীদেরকে আনার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশীয় অস্ত্র ছাড়াও সুয়ারেজ থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে শিমুল বলেছেন, আকতারুজ্জামান শাহীনের নির্দেশে তিনি টাকার বিনিময়ে এই হত্যান্ড বাস্তবায়ন করেন। আনারকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে টুকরো টুকরো করেন। তার জবানবন্দির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

আরও পড়ুন: আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

নড়াইল প্রতিবেদক জানান, শিমুলের স্ত্রী সন্তানকে আশ্রয় দিয়েছেন এমন অভিযোগে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জল শেখের শাস্তি দাবী করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। স্থানীয় গোবরা বাসস্ট্যান্ডে এই বিক্ষোভে এলাকার শতশত মানুষ অংশ নেয়। সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘শিমুল ভূঁইয়ার স্ত্রী সন্তানকে উজ্জল শেখের বাড়িতে আশ্রয় দেওয়ার খবর শুনেছি তবে সত্যতা পাইনি।’ 

কালীগঞ্জে মানববন্ধন: 

কালীগঞ্জ প্রতিবেদক জানান, এমপি আনারের নির্বাচনী এলাকা কালীগঞ্জের ভুষণ শিশু একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা বিচারের দাবীতে মানববন্ধন করে। এমপি আনার স্কুলটির প্রধান উপদেষ্টা ছিলেন। 

প্রসঙ্গত: গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানেই নিখোঁজ হন তিনি। ২০ মে কলকাতার একটি ফ্ল্যাটে আনারকে হত্যা করে লাশ টুকরো টুকরো করার তথ্য জানায় ভারতীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ঘাতকদের স্বীকারোক্তি থেকে জানা যায়, ১৩ মে দুপুরেই আনারকে হত্যা করা হয়েছে।