প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে শিক্ষার্থীদের বিক্ষোভ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৪ | আপডেট: ৮:৪২ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টার পর  সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়েন তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান  দিতে দেখা যায়।

এর আগে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে।

আরও পড়ুন: চারবার প্রধানমন্ত্রী হলেও সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ: বিচারক

প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি ওই পোস্টে আরও বলেন, অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।


আরও পড়ুন: জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড