আবারও ৪ দিনের রিমান্ডে মমতাজ, প্রিজনভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ

Sadek Ali
মো.আজিজুল হাকিম, মানিকগঞ্জ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ২৭ মে ২০২৫ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে সাবেক এমপি ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে ৪দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছিন আহসান চৌধুরীর এজলাসে হাজির করা হলে বিচারক ৪দিনের রিমান্ডে আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

এসময় আদালত প্রাঙ্গনে জড়ো হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মমতাজ বেগমের শান্তির দাবীতে শ্লোগান দেন এবং তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করে নেতকার্মীরা।

আদালত পুলিশের ইন্সপেক্টর মো.আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে বের হওয়ায় মিছিলে পুলিশের গুলিতে হত্যা মামলায় এবং ২০১৮ সালে তৎকালীন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসায় হামলা ও ভাঙচুরের মামলায় মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছিন আহসান চৌধুরীর এজলাসে হাজিরা দেন সাবেক এমপি ও কন্ঠশিল্পী মমতাজ বেগম। এরপর আদালতের হরিরামপুর থানার মামলায় ২দিন ও সিংগাইর থানার মামলায় ৪দিনের রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে আদেশ দেন।

আরও পড়ুন: আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত,গত ১২ মে সোমবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে সাবেক এমপি ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর গত ২২ মে বৃহস্পতিবার সিংগাইর ও হরিরামপুরের পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালত এজলাসের বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইরের হত্যা মামলার ৪ দিন এবং চীফ জুডিশিয়াল আদালত এজলাসের -৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।