তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বললেন চাকরি ফেরত পাওয়া শরীফ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রায়ে বলা হয়েছে, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে সকল সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়টি ঘোষণা করেন। এর মাধ্যমে শরীফ উদ্দিনের করা রিটের নিষ্পত্তি হলো।
রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, তিন বছরের আইনি লড়াই শেষে আজ ন্যায়বিচার পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ৫ আগস্টের গণঅভ্যুত্থান না হলে হয়তো এই বিচার হতো না। চাকরি হারিয়ে অনেক কষ্ট করেছি, আজ থেকে সব কষ্ট মুছে গেল।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ কারাগারে
শরীফের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক। সংস্থার চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে এ অপসারণ কার্যকর হয়। পরবর্তীতে ওই বছরের ১৩ মার্চ শরীফ হাইকোর্টে রিট করেন চাকরি ফেরত চেয়ে।
আরও পড়ুন: সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে খালাস দিলেন হাইকোর্ট
এই রায়ের মধ্য দিয়ে অবশেষে তিন বছর পর নিজের পদে ফিরে যেতে যাচ্ছেন শরীফ উদ্দিন।