জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণায় হাইকোর্টের রুল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে, আন্দোলনে শহীদদের একটি প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা তৈরি করে গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন: সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত
রুলে আরও বলা হয়েছে, ২০০৭ সালের ১১ জানুয়ারি পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না কেন, সেটিও জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
আরও পড়ুন: গুম মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রুল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস ও আন্দোলনের শহীদদের স্বীকৃতি প্রদান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।