রাঙামাটিতে যুবলীগ নেতার হামলার শিকার সাংবাদিক কামাল উদ্দিন

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিনের উপর হামলা করেছে যুবলীগ নেতা ও ঠিকাদার মিলন নন্দী নান্টুসহ তার লেলিয়ে দেয়া নির্মাণ শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা বলেন, রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের উপরের তলায় বেশ কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছিল। যার কাজটি করছে মিলন নন্দী নান্টু।
বুধবার সকালে অরক্ষিত অবস্থায় দেয়াল ভেঙে সংস্কার কাজ করার সময় রিপোর্টার্স ইউনিটির মূল ফটকে উপর থেকে বিভিন্ন আকার প্রকৃতির ইট পাথর নিচে পড়ছিল।
আরও পড়ুন: জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি বিএফইউজে ও ডিইউজের
দুর্ঘটনা রোধে কামাল উদ্দিন শ্রমিকদের নিরাপত্তা বেষ্টনী ছাড়া কাজ না করার কথা বললে শ্রমিকরা কাজ বন্ধ করার কিছুক্ষণ পর মিলন নন্দী এসে কামালের সাথে তর্কে জড়িয়ে এক পর্যায়ে ৫/৬ জন শ্রমিকসহ কামালের উপর হামলা করে কাজ বন্ধ করে শ্রমিকদের নিয়ে বনরূপার দিকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় কামালকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, কামালের ডান চোখের উপর কপালে জখম হয়েছে। এছাড়া শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। মামলা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।
জানা গেছে নান্টু আওয়ামী লীগ যুবলীগের রাঙামাটি জেলা কমিটির সদস্য। তিনি দীর্ঘর ১৫ বছরের অধিক সময় ধরে দলের পদ ব্যবহার করে ঠিকাদারি কাজ করে যাচ্ছে।
বিগত বিভিন্ন সময় ধরে বিএনপি নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ নেতাদের হেনস্তা করেছে। ৫ আগস্ট সরকার পরিবর্তন হলেও আগের ন্যায় ঠিকাদারি কাজ করে যাচ্ছে।
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে নান্টু। অভিযোগ আছে রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ মণ্ডলের ডান হাত হিসেবে কাজ করে এ নান্টু। এরশাদ ফ্যাসিস্ট সরকারের আওয়ামী ডিপ্লোমা পরিষদের সভাপতি ছিলেন। সরকার পরিবর্তন হলে জেলা পরিষদে গিয়ে এরশাদের সাথে নিয়মিত যোগাযোগ করে এ নান্টু। সে হিসেবে কাজও পেয়েছে এ নান্টু। তারই অংশ হিসেবে রাঙামাটি জেলা পরিষদের অধীনস্ত বাজার ফান্ড অফিস সংস্কারের কাজটি পায় এ নান্টু।