রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৩ | আপডেট: ৪:৫৫ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার নরসিংদীতে ৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজধানীর মিরপুরের পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো নরসিংদী এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। পাশ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদ

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।